নিজস্ব প্রতিবেদক
যশোরে চাকুসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গত ৩০ নভেম্বর সন্ধ্যায় শহরের শংকরপুর মহিলা আলিয়া মাদ্রাসার সামনে চাকু বের করে সাধারণ জনমনে আতংক সৃষ্টির সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় আটক দুইজন ও তাদের সহযোগী পলাতক আরো একজনসহ তিনজনের বিরুদ্ধে পুলিশ কোতোয়ালি থানায় মামলা করেছে।
আটককৃতরা হলো, শংকরপুর মহিলা আলিয়া মাদরাসার পাশের আলী হোসেনের ছেলে আসিফ হোসেন (২২) ও শংকরপুর হারান বস্তির বাবু মীরের ছেলে ইছা মীর (২১)। এই মামলায় পলাতক আসামি করা হয়েছে চাঁচড়া রায়পাড়ার জাহাঙ্গীরের ছেলে ইকরামুলকে (২৩)।
চাঁচড়া ফাঁড়ি পুলিশের এসআই আব্দুল মালেক মামলায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ৩০ নভেম্বর বিকেল ৫টার দিকে আটক দুইজন ও তাদের সহযোগী সন্ত্রাসী শংকরপুর মহিলা আলিয়া মাদ্রাসার সামনে চাকু বের করে সাধারণ জনমনে আতংক সৃষ্টি করছে। এসময় কোতোয়ালি থানা পুলিশের একটি টিমের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আসিফ ও ইছা মীরকে আটক করা হয়। তাদের দুইজনের কাছ থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়। তাদের সহযোগী ইকরামুল পালিয়ে চলে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই লিটন চন্দ্র দাস জানিয়েছেন, শুক্রবার চাকুসহ আটক দুইজনকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।