নিজস্ব প্রতিবেদক
যশোরে ভাড়া দেওয়া চেয়ার ফেরত চাইতে গিয়ে চাচা-ভাতিজা হামলায় আহত হয়েছেন। তারা হলেন সদরের সতীঘাটা বালিয়াডাঙ্গা গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী মতিয়ার রহমান (৪৫) ও তার ভাতিজা আজিম উদ্দিন (২৫)। ঘটনাটি ঘটেছে সতীঘাটা নতুন বাজারে। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এবিষয়ে যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন তারা।
আহত আজিম উদ্দিন জানান, তার চাচা মতিয়ার রহমানের বিসমিল্লাহ ডেকোরেটর নামে নিজ বাড়িতে একটি দোকান রয়েছে। সেখানে ডেকোরেটরের বিভিন্ন মালামাল ভাড়া দেওয়া হয়। তার দোকান থেকে মাস দুয়েক আগে সতীঘাটা কামালপুরের মশিয়ার রহমান নামে এক ব্যক্তি ৫০টি চেয়ারসহ বেশ কিছু মালামাল ভাড়া নেয়। ৫০টি চেয়ারের মধ্যে ৪৯টি চেয়ার ও বাকি মালামাল ফেরত দিলেও একটি চেয়ার কম দেয়। এবিষয়ে চাচা বেশ কয়েকবার তার কাছে চেয়ারে বিষয়ে তাগেদা দিলে তিনি দিচ্ছি; দিবানে বলে ঘোরাতে থাকেন। মঙ্গলবার রাতে বাজারে তার সাথে চাচা মতিয়ারের দেখা হয়। এসময় তিনি চেয়ারের কথা বলতেই তাকে পিটিয়ে আহত করেন। এসময় ভাতিজা আজিম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করেন তিনি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ দিয়েছেন তারা। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।