নিজস্ব প্রতিবেদক
সারা দেশের মতো টানা চারদিন পর যশোরেও কর্মস্থলে যোগ দিয়েছেন পুলিশের সদস্যরা। উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বস্তে গত শুক্রবার সকালে জেলা পুলিশ লাইন্স থেকে স্ব-স্ব ইউনিটে যোগদান করেছেন।
এই ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেছেন, মনোবল বাড়িয়ে তাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মনোনিবেশ করার নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এ ঘটনার আগে-পরে সারা দেশের বিভিন্ন পুলিশ স্টেশনে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও পুলিশ আহত এবং নিহতের ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে ১১ দফা দাবিতে নন ক্যাডার পুলিশ সদস্যরা কর্মবিরতিতে নামে। অরক্ষিত হয়ে পড়ে যশোরসহ সারা দেশ। দেশের সর্বত্রে পাড়া-মহল্লার বাসিন্দারা নিজেরাই রাত জেগে পাহারা দিতে শুরু করেন। এর মধ্যেই ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। কয়েকটি এলাকায় এলাকাবাসী ডাকাত ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে বলেও খবর পাওয়া গেছে।
এরকম অরাজক পরিস্থিতির মধ্যে পুলিশ বিভাগের আইজিপি থেকে শুরু করে বেশ কয়েকটি পদে বড় ধরণের রদবদল হয়। নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ গত বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের আহ্বান জানান। কিন্তু পুলিশ সদস্যরা তাদের ১১ দাবি আদায় না হওয়ায় কেউ যোগদান করেননি। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবির ব্যাপারে আশ^স্ত করায় শুক্রবার সকাল থেকে স্ব-স্ব কর্মস্থলে ফিরতে শুরু করেন পুলিশ সদস্যরা। কিন্তু স্বাভাবিক ভাবে পুলিশ কার্যক্রম করতে পারবেনা পুলিশ সদস্যরা। কারণ অধিকাংশ পুলিশ স্টেশনে ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের চলাচলরত গাড়িগুলোও। উল্লেখ্য, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ওসিসহ ১৩ জন পুলিশ সদস্য দুর্বৃত্তদের হাতে হত্যার শিকার হয়েছেন। ফলে ওই থানাটি চালু করতে হলে নতুন করে ভবনের কার্যক্রম এবং নতুন পুলিশ সদস্যদের পদায়নও করতে হবে।
তাছাড়া যেসব থানা, ফাঁড়ি ও ক্যাম্পসহ বিভিন্ন পুলিশ স্টেশনে ভাংচুর ও আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ওই স্টেশনগুলো পরিষ্কার করে স্বল্প পরিসরে কাজ শুরু করা হবে। তবে পুলিশ কাজ শুরু করতে পারলে মানুষের মধ্যে যে আতঙ্ক আছে, সেগুলো আর থাকবে না।
এব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, যশোরে পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ দিতে শুরু করেছে। দ্রুতই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।