নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার ফাতেমাতুজ্জোহরা কওমি মাদরাসায় ছাত্রীদের আবাসিক রুম থেকে শিক্ষকের লাগিয়ে রাখা দুটি নাইট ভিশন সিসি ক্যামেরা ও শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করেছে পুলিশ।
মাদরাসাটিতে ছাত্রীদের কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে এক অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (৯ এপ্রিল) বিকেলে এ অভিযান চালায় পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে অভিযানে সিসি ক্যামেরা ও মনিটর জব্দ করা হয় প্রতিষ্ঠানটি থেকে। এসময় মাদরাসার শিক্ষক আবু তাহেরকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কওমি মাদরাসাটির পাঁচতলা ভবনের নিচতলায় দুই শিক্ষক থাকেন। ওপরের চারটি তলায় আবাসিক থেকে ছাত্রীরা লেখাপড়া করে। ওই মাদরাসায় কতজন ছাত্রী থাকে তার হিসাব মাদরাসা কর্তৃপক্ষ দিতে পারেনি। তবে ৪০ ছাত্রীর নাম পেয়েছে পুলিশ। সংখ্যাটি ১০০ থেকে ১৫০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাদরাসার মালিক আবু তাহের একইসঙ্গে পরিচালক ও শিক্ষক। তিনি দাবি করেন, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তিনি যখন সিসি ক্যামেরা দেখেন, তখন তার স্ত্রী সঙ্গে থাকেন। সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করেন প্রতিষ্ঠানের নারী প্রধান শিক্ষক। গত বছর মাদরাসায় ১৮০ জন মেয়ে ভর্তি হয়। এখনও ভর্তি চলছে। এ জন্য একটু কম আছে এখন। ১২ জন শিক্ষক আছেন। এর মধ্যে নয়জন নারী ও তিনজন পুরুষ।
যশোরের মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষনো মল্লিক বলেন, মেয়েদের ঘুমানোর ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘন করেছেন শিক্ষক। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হতে পারে। তবে তারা অপরাধ করেও পার পেয়ে যাওয়ায় সমাজে অপরাধের প্রবণতা বাড়ছে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, পুলিশ মাদরাসা থেকে ১৬টি সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্র জব্দ করেছে।
জব্দ হওয়া সিসি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মেয়েদের শোয়ার ঘরে ক্যামেরা স্থাপন করে তাদের ব্যক্তিগত গোপনীয়তা খর্ব করা হয়েছে। এটা কেউ করতে পারেন না। যখনই ডাকা হবে, তখনই হাজির হওয়ার শর্তে আবু তাহেরকে ছেড়ে দেয়া হয়েছে।
সর্বশেষ
- যশোর খড়কির আসাদুল হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট
- যশোরে নিরব চাঁদাবাজি, যানজট, অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
- নয় দফা দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, উপাচার্যের আশ্বাসে ফিরল শিক্ষার্থীরা
- ১৫ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর আদালতে মামলা
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- দুই গোলের জয়েও খুশি না যশোরের খেলোয়াড়-কর্মকর্তারা
- যশোর জেডিএসএ’র কমিটিতে এমপি নাবিলের ভাই এনাম
- লেখনিতে মাটি মানুষ আর শেকড়ের কথা তুলে আনতেন রুকুনউদ্দৌলাহ্