নিজস্ব প্রতিবেদক
যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে র্যালির উদ্বোধন করেন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ফিরোজ কবীর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (হাইওয়ে পুলিশ) আলী আহমেদ হাশমী। অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএ যশোরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান।