নিজস্ব প্রতিবেদক
স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার, শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি- এ প্রতিপাদ্যে যশোরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রচার শোভাযাত্রার মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। কালেক্টরেট চত্বর থেকে বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন এলজিইডি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোর, পৌরসভা যশোরের কর্মকর্তা-কর্মচারীগণ। পরে জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পৌরমেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ। আলোচনা করেন এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজা। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।
