নিজস্ব প্রতিবেদক
যশোরে ১০ দিনব্যাপী টেরাকোটা ও পোড়ামাটির গহনা প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা।
জেলা শিল্পকলা একাডেমি যশোরের সার্বিক সহযোগিতায় প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ মৃৎশিল্পী সংস্থা। শিল্পী শহিদুল হাসানের ২৮তম একক টেরোকোটা ও পোড়ামাটির গহনা প্রদর্শনী চলবে আগামী ১৫ অক্টোম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা বলেন, টেরাকোটা ও পোড়ামাটির গহনা বাঙালির ইতিহাস ঐতিহ্যের আদি চিহ্ন। কালের পরিক্রমায় শিল্পটি আজ বিলুপ্তির পথে। এমন পরিস্থিতে এ আয়োজন তরুণ প্রজন্মকে শিল্পটির বিষয়ে উৎসাহিত করে তুলবে। শিল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য আরও বেশি এমন উদ্যোগ নেয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. সুলতান আর্ট কলেজ যশোরের অধ্যক্ষ শামীম ইকবাল, সিটি কলেজ যশোরের সমাজ কল্যাণ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. সবুজ শামীম আহসান ও যশোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হায়দার আলী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।
