নিজস্ব প্রতিবেদক
যশোরে সড়ক দুর্ঘটনায় আবদার মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রামনগর রাজারহাট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদার মোল্লা ঝিনাইদহ জেলা সদরের ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, আবদার মোল্লা রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক একেএম সুজায়েত হোসেন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
