নিজস্ব প্রতিবেদক
তাল খাওয়াকে কেন্দ্র করে গোলযোগের জের ধরে যশোর সদরের কামালপুর গ্রামে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। কামালপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী সালমা বেগম ৫ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন, ওই গ্রামের শহীদ হোসেনের ছেলে শাহিনুর রহমান (২৩), একই গ্রামের জনাব আলীর ছেলে শহীদ হোসেন (৪৫), আব্দুল কাদেরে স্ত্রী রিনা খাতুন (৩১), শহীদ হোসেনের ছেলে সাহেদ আলী (১৯) ও শহীদ হোসেনের স্ত্রী হাসিনা বেগম (৩৯)।
মামলায় সালমা বেগম বলেছেন, তাল খাওয়াকে কেন্দ্র করে ২১ মে রাতে আসামিদের সাথে ওই গ্রামের কালামের ছেলে তার স্বামী আব্দুর রহিমের বচসা হয়। বিষয়টি ওই সময়ই মীমাংসা হয়। কিন্তু ২৩ মে সকালে তার স্বামী রহিম মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে তাকে থামিয়ে শাবল, বার্মিজ চাকু লোহার রড, বাঁশের লাঠি নিয়ে হামলা করে।
