শাহারুল ইসলাম ফারদিন
যশোরের শার্শায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সুমী বেগম (২৪) নামে এক গৃহবধূ। তিন নবজাতকের মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। শুক্রবার রাতে যশোরের একতা হাসপাতালে তিন সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। সুমী বেগম শার্শা উপজেলার আমলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। বিয়ের তিন বছর পর তিন সন্তান একসঙ্গে পেয়ে খুশি হাবিবুর রহমান ও সুমী বেগম দম্পতি।
হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ সুমী বেগম শুক্রবার সন্ধ্যায় যশোর একতা হাসপাতালে ভর্তি হন। পরে অপারেশনের মাধ্যমে রাতে তিনটা সন্তান প্রসব করেন তিনি।
যশোর একতা হাসপাতালের ডা. ইলা মন্ডল বলেন, সুমী বেগম প্রসব বেদনা নিয়ে ভর্তি হন। অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। সন্তান তিনটার মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান। শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন বলে তিনি জানিয়েছেন।
সুমী বেগম বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন। শুকরিয়া আদায় করি।
নবজাতকদের বাবা হাবিবুর রহমান আনন্দ আপ্লুত হয়ে বলেন, আশা করি তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করবো। সন্তানদের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সর্বশেষ
- নিরাপত্তা শঙ্কায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত
- ছয় পা নিয়ে জন্ম নিল বাছুর, লাখ টাকাতেও বিক্রি না করার ঘোষণা
- যশোরে তারেক রহমানকে স্বাগত জানিয়ে যুবদলের মিছিল
- অভয়নগরের আলোচিত জনিসহ ১০ জনের নামে চার্জশিট
- তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
- লালমনিরহাটে শূন্য লাইন অতিক্রম, বিএসএফ সদস্য আটক !
- তারেক রহমানের ফেরা ঘিরে হাই অ্যালার্ট, সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত
- দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

১ Comment
Alhamdulillah