নিজস্ব প্রতিবেদক
জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যশোর জেলা পর্যায়ের অনগ্রসর দলিত হরিজন যুব ফোরামের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দলিতের বাস্তবায়নে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় ইসলামিক রিলিফ সুইডেন এর অর্থায়নে মঙ্গলবার শহরের বাঁচতে শেখা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসীত কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন, দলিতের অডিট অ্যান্ড ফাইন্যান্স হেড উত্তম কুমার দাস, প্রকল্প কর্মকর্তা পান্না জমাদার, মোবিলাইজার বিলাসী বৈরাগী, দলিত যুব ফোরাম যশোর জেলা শাখার সভপতি বাবলু দাস, সহ-সভাপতি শান্তনা দাস, সাধারণ সম্পাদক বিষ্টু কুমার দাস মাইকেল, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন সরকার, সাংগাঠনিক সম্পাদক শ্যামল দাস, সহ সাংগঠনিক চৈতী দাস, প্রচার সম্পাদক বাদল দাস, মহিলা বিষয়ক পূর্ণিমা দাস প্রমুখ।