নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিনের পরিবারের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের ২২ গ্রামের ২০০ দুস্থ পরিবারের মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে তালবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক তৌহিদ চাকলাদার ফন্টু। এ সময় তিনি অনুষ্ঠানে আসা জনসাধারণের শুভেচ্ছা বিনিময় করেন ও সুখ-দুঃখের কথা শোনেন এবং আগামী সদর উপজেলা নির্বাচনে সকলের কাছে ভোট ও দোয়া চান এবং নির্বাচনে জয়ী হলে এই এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ শাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবল শাহী, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা আসমত চাকলাদার, ইউপি সদস্য তৈয়েবুর রহমান তৌহিদ, তরিকুল ইসলাম, মাস্টার কামরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হাশমত আলী, আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ, সোহেল রানা, পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সজল আল মামুন সোহেল, ছাত্রলীগ নেতা মিকাইল হোসেন, ইসলামুল হক তন্ময় প্রমুখ।