বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ
নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার ১৫তম বিশ্ব অর্টিজম সচেতনতা দিবস। সরকারি সব অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এদিন নীল আলো জ¦লবে। পালন হবে বিভিন্ন কর্মসূচিও। জেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও দিবসটি পালন করা হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’।
মস্তিস্কের স্নায়বিক এক বিকলতার নাম অটিজম। সত্তর থেকে আশি শতাংশ ক্ষেত্রে যার কোন কারণ খুঁজে পাওয়া যায় না। ডাকলে শিশুর সাড়া না দেয়া। দু’বছরের বাচ্চার কথা বলতে না শেখা। চোখে চোখ রাখতে না পারা। একই কাজ বারবার করা অটিজমের লক্ষণ। বিশ্বে অন্তত এক শতাংশ মানুষ অটিজমে আক্রান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের অটিজম সোসাইটির পরিসংখ্যান অন্তত এরকমই। পরিসংখ্যানের বাইরেও সচেতনার অভাবে পাগলের তকমা নিয়ে জীবন পাড়ি দিচ্ছে কতজন তার ইয়ত্তা নেই কোন।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন জানান, এসব অসাধারণ শিশুদেরও রয়েছে সুপ্ত প্রতিভা। আদর-ভালোবাসা ও পারিবারিক সঠিক পরিচর্যা পেলে এসব শিশুদেরও বিকাশ সম্ভব। প্রতিটি ক্ষেত্রে তারাও রাখতে পারে মেধার স্বাক্ষর।
জেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, যশোরে অটিস্টিক শিশুর সংখ্যা কমেবেশি ২০০। উপপরিচালক অসিত কুমার সাহা জানান, সরকারি সহযোগিতা হিসেবে অটিস্টিক শিশুদের জন্য ভাতার ব্যবস্থা আছে। এছাড়া এদের অভিভাবকরা আগ্রহ প্রকাশ করলে ঋণ সহায়তার সুযোগ রয়েছে। তিনি বলেন, ১৫তম বিশ^ অটিজম সচেতনতা দিবস-২০২২ পালন উপলক্ষে তাদের কার্যালয়ে দুই দিন নীল বাতি প্রজ্জ্বলিত থাকবে।
এদিকে দিবসটি পালন উপলক্ষে যশোর কালেক্টরেট চত্বরে থেকে র্যালি বের হবে। এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে থাকছে দিবসের আলোচনা সভা। শহরের লালদিঘি পাড় এলাকায় ব্রাদার টিটো’স হোমেও দিবসটি পালন উপলক্ষে রয়েছে বিশেষ অনুষ্ঠান। এদিন সকাল ৯টায় স্কুল ক্যাম্পাসে শিশুদের বিশেষ শারীরিক কসরত প্রদর্শন হবে।
যশোরের সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্বাস উদ্দীন জানান, বিশ^ অটিজম সচেতনা দিবস যথাযথ মর্যাদায় পালনের জন সরকারি নির্দেশনা আছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১ এপ্রিল দিবাগত রাত থেকে ২দিন নীল বাতি প্রজ্জলন করতে হবে। সরকারি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় নীল বাতি জ¦ালাতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ সমন্বয় শাখা থেকে এরকম নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানো হয়েছে। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনার ব্যাপারে জানানো হয়েছে।