নিজস্ব প্রতিবেদক
‘অনিন্দ্য ইসলাম অমিতের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ সম্বলিত লিফলেট বিতরণ করেছে যশোর জেলা যুবদল। আজ বুধবার শহরের বিভিন্ন গুরুত্ব পয়েন্টে যুবদলের কয়েক টিম ভাগ হয়ে এ লিফলেট বিতরণ করেন।
শহরের ঈদগাহ মোড়ে প্রথমে জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ নেতৃবৃন্দ প্রথমে একসাথে লিফলেট বিতরণ করেন। পরে রাস্তার এক প্রান্তে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং রাস্তার অপরপ্রান্তে লিফলেট বিতরণ করেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানার নেতৃত্বে কর্মী সমর্থকরা। এছাড়া শহরের চাঁচড়া থেকে ডালমিল, ডালমিল থেকে রেলগেট, ঈদগাহ মোড় থেকে রেলগেট পর্যন্ত যুবদলের কয়েকটি টিম ‘অনিন্দ্য ইসলাম অমিতের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ সম্বলিত লিফলেট বিতরণ করেন। নেতৃবৃন্দ এসময় যশোর-৩ আসনে বিএনপির একক মনোনয়ন প্রত্যাশী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে কুশল বিনিময় ও সালাম পৌঁছে দেন।
