নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার ২০টি নদনদীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত জেলা নদী রক্ষা কমিটির সভায় এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার।
নদনদী দূষণ মুক্ত রাখতে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম বাড়াতে বাড়ানোর কথাও বলেন তিনি। পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক এমদাদুল হক বলেন, বৃষ্টি হওয়ায় ভৈরব নদে পানি প্রবাহ বেড়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় দূষণ নেই। নদীর পানি পরীক্ষা করার জন্য খুলনার ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে রিপোর্ট আসার পর দূষণ মুক্ত রাখার পদক্ষেপ নেয়া হয়। ইতিমধ্যে ৩টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে সর্তক করা হয়েছে। এরপর এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, কেশবপুর উপজেলায়র যেস্থানে পানি জমে আছে। সেখানে নিষ্কাশনের কাজ চলছে। আপার ভদ্রা নদীর ১৮ কিলোমিটারের মধ্যে ১৬ কিলোমিটার সীমানা নির্ধারণ করা হয়েছে।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, ভৈরব নদে নৌকা চালানোর অনুমতি দিলে সহজে কেউ পানি দূষণ করতে পারবে না।
বক্তব্য রাখেন সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ, মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না প্রমুখ।