নিজস্ব প্রতিবেদক
যশোরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত ট্রাক চালক হলেন, সদরের বসুন্দিয়া পানিয়ারগাতি গ্রামের নজরুল ইসলাম (৩৫)। একই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার একই এলাকার জগন্নাথপুর গ্রামের ইমরান হোসেন (২৭) ও নসিমন চালক শার্শার বাগআঁচড়া জামতলার ফারুক হোসেন (৪৫)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সদরের নিমতলা চাকলাদার প্রজেক্টের সামনে।
ট্রাকের হেলপার আহত ইমরান জানান, বাঁকড়া থেকে খালি ট্রাক নিয়ে যশোর আসছিলেন তারা। পথে যশোর-বেনাপোল রোডের সদরের নিমতলা চাকলাদার প্রজেক্টের সামনে এসে পৌছালে ঢেউটিন বোঝায় বেনাপোল অভিমুখি নসিমনের চাকা খুলে সড়কে পড়ে যায়। এসময় ট্রাকটিতে দ্রুত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে আঘাত হনে। ঘটনাস্থলেই ট্রাক চালকসহ তারা গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রাক চালক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, ট্রাক চালক নজরুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।