নিজস্ব প্রতিবেদক
যশোরে নেশার ঘোরে অস্বাভাবিক হয়ে তর্কাতর্কিতে জড়িয়ে বাবু হোসেনকে (২৫) ছুরিকাঘাত করেছে আল-আমিন। পরে বাবুর লোকজন এসে আল-আমিনকে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরতলির বিরামপুর ফকিরার মোড়ে ভৈরব নদীর তীরে। তারা হলেন, শহরতলির বিরামপুর গ্রামের আল-আমিন (২৫) ও বাবু হোসেন (২৫)। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, সন্ধ্যার পরে আল-আমিন ও বাবুসহ কয়েকজন মাদক সেবন করছিলেন। এসময় তারা নেশার ঘোরে অস্বাভাবিক হয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এসময় আলামিন বাবুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে বাবু গুরুতর আহত হয়। পরে বাবুর লোকজন এসে আলামিনকে ছুরিকাঘাত করলে সেও আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোর্তজা মোর্শেদ জানান, তাদের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তারা আশংকামুক্ত।