নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে বেসরকারি চিকিৎসা সেবায় যুক্ত হলো পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটাল। বৃহস্পতিবার সকালে হাসপাতালটির দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম, পরিচালক আশোর কুমার রায়, তরিকুল ইসলাম, আমিরুল ইসলাম, আশিকুর রহমান, কোহিনুর হোসেন, মাহমুদুর রহমান, নাসরিন আক্তার, লিপা কবির ও আলী হায়দার টফি।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ- দ্দৌলা, সাবেক ডেপুটি কমান্ডার প্রকৌশলী আবুল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, আবুল কাশেম, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক রুকুনউদ্দৌলাহ, জাকির হোসেন, সোলাইমান হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হোসেন টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, গ্রামের কাগজের সম্পাদক মবিনুর রহমান মবিন, লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবির নন্টু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
উদ্বোধনের পর প্রতিষ্ঠানের মঙ্গল ও সফলতা কামনা করে দোয়া করা হয়। এদিকে উদ্বোধন শেষে প্রথম দিন থেকেই রোগী দেখেন কর্তব্যরত চিকিৎসকরা।
