নিজস্ব প্রতিবেদক
যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এইচডিও) উদ্যোগে পাঁচ শতাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সদরের দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ডা. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লাল মাহমুদ, আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক লিয়াকত আলী, প্রধান শিক্ষক এ জেড এম পারভেজ মাসুদ, আল্ট্রাভিশন ডায়াগনিস্টকের পরিচালক সেলিম জাহিদ সোহাগ, সাবেক ইউপি সদস্য কাদের আহমেদ।
এসময় সংগঠনের সভাপতি ডা. সাজ্জাদ হোসেন বলেন, গ্রামের মানুষ যারা অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাদের সুচিকিৎসার আওতায় আনার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে সারাদিনে প্রায় ৫০০ রোগী বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ নিয়েছেন।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. সিরাজুম মনিরা রাহিম, মেডিসিন ও চর্ম বিশেষজ্ঞ ডা. শারমিন সুলতানা মৌ ও মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন। এছাড়া নাক কান গলা রোগ বিষয়ে অভিজ্ঞ ডা. রাজিবুল ইসলাম সুমন, গাইনি রোগ বিশেষজ্ঞ উম্মে কুলসুম কেয়া, শিশু রোগ বিশেষজ্ঞ সাদিয়া সাকিনা ঝরা ও ডেন্টাল সার্জন গাজী রায়হান চিকিৎসা দেন।
আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল দফাদার, সদস্য রাজু আহমেদ, মামুন আহমেদ, সোহের রানা ও সাজ্জাদ হোসেন প্রমুখ।