নিজস্ব প্রতিবেদক
যশোরে বিএনপির ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী ৭ তারিখ আওয়ামী লীগ (নিজেরা) বানরের মত পিঠা ভাগ করবে। জনগণ এই পিঠা ভাগাভাগির উৎসবে অংশ নেবে না। তারা বিগত ১৫ বছর কোন নির্বাচনে ভোট দিতে পারেনি। এবারও ৭ তারিখে ভোট হবে না, নির্বাচনের নামে নাটক হবে। সেই নাটক জনগণ বর্জন করবে।
বিএনপির ডাকে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে গণসংযোগ ও প্রচারপত্র প্রদানকালে তিনি এসব কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত দলীয় নেতাকর্মীদের সাথে চাঁচড়া ইউনিয়নের পাড়া মহল্লায় গিয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। এসময় তিনি জনগণকে ভোট কেন্দ্রে না যাবার আহ্বান জানিয়ে বলেন, আগামী ৭ তারিখ নির্বাচন হবে না। ওই দিন নির্বাচনের নামে যে নাটক হবে, তার ফলাফল আওয়ামী লীগ আগেই নির্ধারণ করে রেখেছে। অতীতের মত যেদিন প্রকৃত নির্বাচন হবে, সেদিন আপনাদের (জনগণ) কাছে ভোট চাইতে আসবো। সেদিন আপনারা নিজেদের পছন্দের ব্যাক্তিকে ভোট দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক ফজুলুল আলম প্রমুখ।
এদিকে যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু দলীয় নেতা-কর্মীদের সাথে উপশহর ইউনিয়নে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। যশোর শহরের পাইপপট্টি এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে। যশোর নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখাও গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে।