নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্তমানে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৭৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৫ জনে। এরমধ্যে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২৫ জন ও ঢাকা থেকে আক্রান্ত হয়ে যশোরে আসে ৯০ জন। এসব ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩৩ জন ও মৃত্যু হয়েছে তিন জনের। তিনজনই নারী।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তথ্য মতে, হাসপাতালের পুরুষ-মহিলা ডেঙ্গু কর্নারে (শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪৭ জন। এর মধ্যে ২৮ জন পুরুষ, ১৫ জন নারী ও চারজন শিশু রয়েছে। গত জানুয়ারি থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয় ২২৮ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৯১ জন ও একজন মরা গেছে।
জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। খারাপ হতে পারে, এমন আশঙ্কায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু রোগী সনাক্ত করণের কিট হাসপাতালে পর্যাপ্ত মজুদ আছে। উপজেলা পর্যায়েও কিটের ঘাটতি নেই।