নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার সন্ধ্যায় যশোরে প্রতিপক্ষের হামলায় ফারুক হোসেন জুয়েল (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি শহরের শংকরপুর মুরগি ফার্ম এলাকার আলমগীর হোসেনের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
আহত জুয়েল জানান, তিনি মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। তার সাথে দীর্ঘদিন ধরে শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মিশ্র নামে এক যুবকের বিরোধ চলে আসছিলো। ১৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে তিনি ব্যক্তিগত কাজে শংকরপুর ইসাহক সড়কে যান। এ সময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা মিশ্রসহ অজ্ঞত ৬/৭ জন তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতের অভিযোগ, তার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলো। ওই টাকা না দেয়ায় তার উপর হামলা করা হয়েছে।
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
