নিজস্ব প্রতিবেদক
যশোরে বিএনপির অবরোধ কমসূচিকে ঘিরে নেতাকর্মীদের ধরপাকড় অব্যহত রয়েছে। মঙ্গলবার দিনভর যশোরের আট উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিন বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। যশোর জেলা বিএনপির মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন, কেশবপুর উপজেলায় পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, অভয়নগর উপজেলায় নওয়াপাড়া ৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হাজরা, শার্শা উপজেলায় লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল খালেক, মঞ্জুরুল সাঈদ বাবু, উলাশী ইউনিয়ন বিএনপি নেতা জুলফিকার আলী জুলু, দ্বীন মোহাম্মদ, গোগা ইউনিয়ন বিএনপি নেতা ইব্রাহিম হোসেন ও উপজেলা যুবদল নেতা মনিরুজ্জামান মনির। এছাড়া যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান চৌধুরী ও শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানের বাড়িতে যেয়ে যুবলীগের নেতাকর্মীরা দরজা-জানালা ভাঙচুর করেছে বলে মিডিয়া সেলে জানানো হয়েছে।