নিজস্ব প্রতিবেদক: বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি মাহমুদুল হাসান বলেছেন, দেশ ও জাতির ক্লান্তি লগ্নে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন। কারণ একমাত্র আলেম সমাজই পারে একটি সমাজ তথা রাষ্ট্রের যে কোন দুঃসময়ের হাল ধরতে, উত্তরণ ঘটাতে এবং সঠিক দিক নির্দেশনা দিতে। শনিবার যশোর সদরের সতীঘাটা আশরাফুল মাদারিসে অনুষ্ঠিত বিভাগীয় ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদ এ সম্মেলনের আয়োজন করে।
উলামা সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব আল্লামা মাহফুজুল হক। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের সভাপতি মাওলানা মুশতাক আহমাদ। বিশেষ আলোচক ছিলেন ভারতের ইউপি শাহী মুরাদাবাদ মাদরাসার মুহতামিম আল্লামা সায়্যিদ আশহাদ রশীদী। সঞ্চালনায় ছিলেন মুফতি কামরুল আনোয়ার।
এছাড়াও বক্তব্য রাখেন, মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ, মাওলানা আনোয়ারুল করিম (যশোর), মাওলানা আব্দুল হামিদ (কুষ্টিয়া), মাওলানা আব্দুল আওয়াল (খুলনা), মুফতি ইয়াহইয়াহ (যশোর), মুফতি গোলামুর রহমান (খুলনা) প্রমুখ। খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন এবং সকল থানা, ইউনিট থেকে কওমী মাদরাসা পরিষদসহ অন্যান্য আলেম উলামাগণ এ সম্মেলনে যোগদান করেন।
পরে খুলনা বিভাগে মেধাতালিকায় শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হওয়ায় যশোর সদরের সতীঘাটা আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা), খুলনা লবনচরার জামিআ আরাবিয়া আশরাফুল উলুম মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া মাদরাসা উমার বিন খাত্তাব রা.মুহাম্মাদনগর নামে ৩টি পুরুষ ও যশোর সদরের ঢাকা রোডের জামিয়া নিয়ামতিয়া কওমি মহিলা মাদরাসা ও হেফজখানা, খুলনা আরাজী ডুমুরিয়ার আল জামিয়াতুল আরাবিয়া আয়েশা সিদ্দিকা (রা:) লিল বানাত, যশোর সদরের জামিয়া আশরাফিয়া কওমী মহিলা মাদরাসা নামে তিনটি মহিলা মাদরাসাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এছাড়াও খুলনা বিভাগের (১০ জেলার) জেলাভিত্তিক দশটি শীর্ষ মাদরাসা পুরুষ ও দশটি মহিলা মাদরাসা এবং খুলনা বিভাগে বিশ বা তদুর্ধ্ব পরিমাণ মেধাতালিকায় স্থান পেয়েছে ছয়টি মাদরাসা; তাদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
আরও পড়ুন: মণিরামপুরে তোরণ ভাংচুর