নিজস্ব প্রতিবেদক: যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫শ পিস ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ৭ জনকে আটক করেছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় দুটি এবং বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
জেলা ডিবি পুলিশের এসআই অরিফুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনিসহ একটি টিম যশোর শহরের কুইন্স হসপিটালের সামনে দাঁড়িয়ে ছিলেন। সে সময় গোপন সূত্রে জানতে পারেন মেসার্স শিকদার ট্রেডার্সের সামনে কয়েকজন মাদকদ্রব্য বিক্রি করছে। তিনি সেখানে গেলে একজন পালিয়ে যায়। তবে তিনজনকে আটক করা হয়। এরা হলো, শহরতলীর বিরামপুর কালীতলার আহমেদ জুবায়ের হাসেন দীপ্ত (২৩), সদর উপজেলার রঘুনাথপুর উত্তরপাড়ার মাসুদ রানা (২৬) এবং আহসান কবীর স¤্রাট (২৮)।
তাদের কাছ থেকে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেখান থেকে আসামিদের রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
তিনি আরো জানিয়েছেন, অভিযানের সংবাদ জানতে পেরে সেখান থেকে ইব্রাহিম (২৭) নামে এক যুবক পালিয়ে যায়।
ডিবি পুলিশের এসআই মাসুম বিল্লাহ জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রাম থেকে শহিদুল ইসলাম টিটো (৩২) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। টিটো ওই গ্রামের রবিউল ইসলাম মিনার ছেলে। এছাড়া শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বেনাপোলের গাজীপুর বড় মসজিদের সামনে থেকে ৩৩ বোতল ফেনসিডিলসহ খাদিজা বেগম (৩৭)কে আটক করা হয়। কোতোয়ালি থানার এএসআই শিবপদ দে জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে যশোর শহরের ষষ্টিতলা পিটিআই রোড থেকে ১১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এরা হলো, উপশহর ডি ব্লকের আবুল কাশেম (২৬) এবং উপশহর ১১ নম্বর নওয়াপাড়া মসজিদের পেছনের আমিনুর মোল্লা (৫০)।