নিজস্ব প্রতিবেদক
অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে যশোরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ যশোরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগ যশোরের উপপরিচালক কাজী ফারুক সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। শুভেচ্ছা বক্তব্য দেন, পরিবার পরিকল্পনা বিভাগ যশোরের সহকারী পরিচালক সাবিহা কবির। আরও বক্তব্য রাখেন, এসএমসিএফপি যশোরের মেডিকেল অফিসার ডা. চন্দ্র শেখর কুন্ডু, চৌগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, এফপিএবির কর্মকর্তা রওশন আরা। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত জনসংখ্যাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। দেশের প্রত্যেকটি মানুষের হাতকে কাজে লাগিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যেতে হবে। তাহলেই আজকের বাংলাদেশ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত আগামীর উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।
বক্তারা পরিকল্পিত জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে সুস্থ ও সবল জাতি গঠনে সবার দায়িত্বশীল অংশগ্রহণের আহ্বান জানান। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়। এবছর শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হয়েছে কেশবপুর উপজেলা পরিষদ, শ্রেষ্ঠ ইউনিয়ন চৌগাছা ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (সিবিডি ভিত্তিক) এফপিএবি সদর ও শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (ক্লিনিক ভিত্তিক) এফপিএবি সদর। শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হয়েছে গদখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
এছাড়াও ব্যক্তি পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে পুরস্কার গ্রহণ করেন ছন্দা রানী দেবনাথ, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা সোনিয়া পারভিন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক রহমত আলী ও শ্রেষ্ঠ এসএসিএমও আব্দুল হাই।
