নিজস্ব প্রতিবেদক
মাদক মামলায় যশোরে এক আসামিকে তিন বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক জয়ন্তী রানী দাশ এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি কোরবান আলী বেনাপোল ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল হাই এর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ খড়িডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এসময় মাথায় প্লাস্টিকের ব্যাগ নিয়ে কোরবানকে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাৎক্ষনিক পুলিশ কোরবানকে থামতে বললে দৌড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তার কাছে থাকা ব্যাগ থেকে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। মঙ্গলবার রায় ঘোষণার দিনে আসামির উপস্থিতিতে বিচারক এই ঘোষণা করেন বিচারক।
