নিজস্ব প্রতিবেদক
মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান এই প্রতিপাদ্য নিয়ে যশোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। রোববার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর যশোরের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি রেল হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন।
আলোচনা সভায় মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বারোপ করে বক্তারা বলেন, বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণে মাদক আইন আধুনিকায়ন করেছেন। সীমান্তে নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি করা হয়েছে। মাদক বিরোধী অভিযান আরো জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বক্তারা ।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন ও আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
