নিজস্ব প্রতিবেদক
পুলিশের পৃথক অভিযানে মাদকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পূর্ব বারান্দী মোল্যাপাড়া আমতলা থেকে আসিফুল আজিম বাধন ও ইমন হোসেনকে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করে কোতোয়ালি থানা পুলিশ। তারা ওই এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ বুধবার রাত পৌনে ৯ টায় চুড়ামনকাটি থেকে বাবুল আক্তারকে ২৫ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেলসহ আটক করে। বাবুল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের বাসিন্দা।
কোতোয়ালি থানা পুলিশের আরেকটি টিম বুধবার রাত রাত ১ টার পর শহরের সার্কিট হাউজপাড়া অপূর্ব হাসানকে ২শ’ ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। অপূর্ব শহরের শংকরপুর এলাকার বাসিন্দা।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রামনগর আমতলার মোড় থেকে ভাসান মোল্যাকে ২শ’ ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। তিনি বকচর এলাকার বাসিন্দা। পৃথক এসব ঘটনায় কোতোয়ালি থানায় চারটি মামলা হয়েছে। বৃহস্পতিবার আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।