নিজস্ব প্রতিবেদক
যশোরে বিরোধের জের ধরে হামলার শিকার হয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুস সেলিম। অসুস্থ অবস্থায় তিনি যশোর সিএমএইচের আইসিইউ-তে ভর্তি হয়েছেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গত ৭ আগস্ট সকালে দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে এই হামলায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাটি ঘটেছে যশোর শহরের পালবাড়ি এলাকায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুস সেলিমের ছোট ছেলে আবিদ হাসানও গুরুতর আহত হয়েছেন।
আহত আবিদ হাসান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী মোর্শেদ আলী এবং তার ছেলে মেহেদি মাহিন এই হামলা চালান। তাদের এলোপাতাড়ি আঘাতে মুক্তিযোদ্ধা আব্দুস সেলিম ড্রেনের স্ল্যাবে পড়ে যান। তার পাজরের দুটি হাড় ভেঙে যায়। ছোট ছেলে আবিদ হাসানও মাথায় আঘাত পান। খবর পেয়ে স্থানীয়রা এসে তাদেরকে হাসপাতালে নেন। এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আমরা অভিযোগটি পেয়েছি। আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
