নিজস্ব প্রতিবেদক: যশোরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বারোটা এক মিনিটে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলায় কুমার জোয়ারদার। এর পর একে একে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
বিকালে শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে রওশন আলী মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রবীণ শিক্ষাবীদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাশ।
আলোচনায় বক্তারা বলেন, ভাষার জন্য আন্দোলন হয়েছিলো বলেই আজ স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। তাই ভাষার ব্যবহারে আমাদের অনেক বেশি যতœবান হতে হবে।
আলোচনা পর্বের আগে যশোরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ,গান,আবৃতি পরিবেশন করেন।