নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে যশোর শহরের ঘোপ তিন নম্বর ওয়ার্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। এসময় নগর বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।