নিজস্ব প্রতিবেদক
সাংস্কৃতিক রাজধানী খ্যাত জেলা শহর যশোরে শুরু হয়েছে দুই দিনব্যাপী রবীন্দ্র সংগীত প্রশিক্ষণ। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ জেলা শাখা এ আয়োজন করেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় যশোর বালিকা বিদ্যালয় মিলনায়তনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশের মধ্য দিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সঙ্গীতজ্ঞ ও উস্তাদ অর্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সভাপতি শ্রাবণী সুর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল ইসলাম ডাবলু।
বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠা সাংস্কৃতিকজন হারুন-অর রশিদ, সহ সভাপতি দীপঙ্কর দাস রতন, স্মৃতি কণা ঘোষ, মানোয়ারুল করিম সোহেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজী সাহেব নওয়াজ।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে থাকছেন রবীন্দ্র সংগীত বিশেষজ্ঞ ও শিল্পী তাহমিদ ওয়াসিফ রিভু ও আইরিন পারভীন অর্ণা। যশোরের বিভিন্ন সংগঠনের ১৭৫ শিল্পী এই প্রশিক্ষণের অংশ নিচ্ছেন। আজ সকাল সাড়ে ৯ টায় প্রশিক্ষণ শুরু হবে।