নিজস্ব প্রতিবেদক
যশোর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত আহত পরিবার বর্গের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কতৃক মঞ্জুরীকৃত চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে জেলার ১৪ টি পরিবারের মাঝে ৫৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এসময় অতিথিরা নিহত ১১ পরিবারের মাঝে ৫ লাখ ও আহত ৩ পরিবারের মাঝে ৩ লাখ করে টাকার চেক তুলে দেন।
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, অনেকেই সড়ক দূর্ঘটনার ঘটনায় সঠিক ভাবে মামলা করে না। যে কারণে তাদের সরকারি সহায়তা দেওয়া সম্ভব হয় না। সরকারি ভাবে সড়ক দূর্ঘটনায় আহত নিহতদের ক্ষতিপূরণ দেওয়া যায়। অর্থিক ভাবে সহযোগিতার সুযোগ আছে। দূর্ঘটনা ঘটলে নূন্যতম একটা ডিজি বা একটা মামলা করে রাখতে হবে। যশোরে সড়ক দূর্ঘটনার হার বেশি। খুলনায় বিভাগীয় মিটিং এ গেলে আমরা সেটা দেখতে পাই। সড়ক দূর্ঘটনা এড়াতে সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে হবে। যথাযথ ট্রাফিক নিয়ম মেনে চলাচল করতে হবে। এছাড়া, ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, বিআরটিএ যশোরের সহকারি পরিচালক এ এস এম ওয়াজেদ হোসেন, মটর পরিদর্শক তারিক হাসান প্রমুখ।