নিজস্ব প্রতিবেদক
যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মৃত্যুজনিত ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) বুধবার বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে একজনের মৃত্যুজনিত ও ৯জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য মোট ৯ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। জেইউজে সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অফিস পিআইডি খুলনার উপপ্রধান তথ্য কমকর্তা এএসএম কবীর। জেইউজের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান টুটুলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচআর তুহিন। চেক পাওয়াদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন শার্শার বাসিন্দা সিনিয়র সাংবাদিক আব্দুর রব।
এসময় উপস্থিত ছিলেন, জেউইজের সহ-সভাপতি প্রদীপ ঘোষ, কোষাধ্যক্ষ সফিক সায়ীদ, নির্বাহী সদস্য জয়ন্ত বসু, রেজাউল করিম রুবেল।
সাবেক সভাপতি সাজ্জাদ গণি খাঁন রিমন, সাজেদ রহমান বকুল, সাবেক সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, হাবিবুর রহমান মিলনসহ অন্যান্য সাংবাদিকরা।
