নিজস্ব প্রতিবেদক
লিড ব্যাংকিং পদ্ধতির মাধমে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বৃহস্পতিবার যশোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে যশোর সফটওয়্যার এন্ড টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে লিড ব্যাংক ছিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা, জীবনের শুরুতেই সঞ্চয়ের প্রতি স্পৃহা ও অভ্যাস তৈরি করে সঞ্চয়ের সুফল সম্পর্কে একটি সুন্দর দর্শন নিয়ে বেড়ে ওঠাই এ কর্মসূচির মূল লক্ষ্য। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক যশোর সাউথ জোনের ডিজিএম মোস্তাফিজুর রহমান। এছাড়াও কনফারেন্সে বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাসহ যশোর জেলার ৪২টি তফসিলি ব্যাংক শাখার প্রতিনিধি ও জেলার ৪২টি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করে।
