নিজস্ব প্রতিবেদক
যশোরে ছুরিকাঘাতে মাহিম রহমান (১৩) নামে এক স্কুল ছাত্র জখম হয়েছে। সে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়ার মিজানুর রহমানের ছেলে ও চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানিয়েছে তার পরিবার।
অভিযোগে বলা হয়েছে, ২৫ নভেম্বর সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার আলমগীরের নেতৃত্বে তোরাব আলী, টিটো, রবিউলসহ ৬/৭ জন মিজানুর রহমানের বাড়িতে হামরা করে তাকে মারপিট করে। এ সময় তার ছেলে মাহিম বাধা দিলে এলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে সেখানকার কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোতুর্জা মোর্শেদ জানান, তার শরিরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। তার অবস্থা আশংকাজনক।