নিজস্ব প্রতিবেদক: যশোরে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র সাকলাইন ও ট্রাক চাপায় ভ্যান চালক জহুরুল ইসলাম পিষ্ট হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে যশোর শহরের বারান্দীপাড়া এলাকার হাফিজিয়া মাদরাসার সামনে সাকলাইন ও রূপদিয়া বাজারে নতুন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে কেশবপুরে যশোরগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই বাসের সুপাভাইজার আব্দুর রাজ্জাক (৪৮) নিহত হন। আহত হয়েছে অন্তত ১০ জন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস খুলনার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭ টার দিকে যশোর শহরের বারান্দীপাড়া এলাকার হাফিজিয়া মাদরাসার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলে থাকা সাকলাইন মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। আর আহত হন রিকশাচালক মিন্টু। নিহত সাকলাইন যশোর দড়াটানা হাফিজিয়া মাদরাসার ছাত্র ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রমের আব্দুল আলিমের ছেলে। আহত রিকশাচালক মিন্টু যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের বাবর আলীর ছেলে।
ওসি আরো বলেন, ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রিকশাচালক আশংকামুক্ত। পুলিশ ঘাতক মাইক্রোবাসটি আটক করেছে।
এদিকে নরেন্দ্রপুর (রূপদিয়া) প্রতিনিধি মহিউদ্দিন সানি জানান, যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় ট্রাকের ধাক্কায় জহুরুল ইসলাম নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বাজারে নতুন বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম মণিরামপুর উপজেলার কুয়াদা বলিয়ানপুরে মৃত হামিদ বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম কুয়াদা থেকে রূপদিয়া বাজারে ভাড়ায় আসছিলেন। পথিমধ্যে দুর্ঘটনাস্থলে খুলনাগামী একটি ট্রাক পেছন থেকে ওই ভ্যানে ধাক্কা দিলে ভ্যানচালক ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় ঘাতক ট্রাকটি দ্রুত সটকে পড়ে।
এ বিষয়ে নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) সুপ্রভাত মন্ডল বলেন, সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে নিহতের নাম ও পরিচয় সনাক্ত করি। পরে মৃতদেহ যশোর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর তেইশ মাইলে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দশ জন আহত হয়েছেন। যশোরগামী যাত্রীবাহী (কুষ্টিয়া-ব-১১০০৬০) বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপাভাইজার আব্দুর রাজ্জাক (৪৮) নিহত হন। তার বাড়ি তালা উপজেলার লাউতাড়া গ্রামে। এ সময় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে আবু জাহের, আবু বক্কর, মাহফুজা খাতুনসহ ৪ জনকে কেশবপুর ও খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে।
এ বিষয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক শংকর বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর জানান, বাসের সুপারভাইজারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।