নিজস্ব প্রতিবেদক
যশোরে এ বছর (২০২৫ সাল) ফিতরা নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। বৃহস্পতিবার জেলা ইমাম পরিষদ যশোরের অস্থায়ী কার্যালয় বায়তুচ্ছালাম জামে মসজিদে অনুষ্ঠিত ফতোয়া বোর্ডের এক সভায় এই ফিতরা নির্ধারণ করা হয়। জেলা ইমাম পরিষদ যশোরের উপদেষ্টা ও যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে জেলা ইমাম পরিষদ যশোর ও যশোর জেলা ফতোয়া বোর্ডের যৌথ পরামর্শ সভায় আটা হিসেবে ১০০, যব হিসেবে ৪০০ টাকা, খুরমা হিসেবে এক হাজার ৬৫০, কিশমিশ হিসেবে দু’হাজার ১৫০ ও পনির হিসেবে দু’হাজার ৯৭০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। ফিদয়াহ-এর সর্বনি¤œ পরিমাণ প্রতি রোজার পরিবর্তে কেবলমাত্র মা’জুর ব্যক্তি যে বার্ধক্য অথবা অসুস্থতার কারণে রোজা রাখতে পুরোপুরি অক্ষম এমনকি পরবর্তীতেও রোজা রাখার সক্ষমতা অর্জনের সম্ভাবনা নেয়, তার জন্য প্রযোজ্য। এক্ষেত্রে প্রতি রোজার জন্য ১০০ টাকা করে দান করতে হবে। যাকাতের নিসাব ধার্য করা হয়েছে ৯৫ হাজার টাকা। ৯৫ হাজার টাকা অথবা সমমূল্যের যাকাতযোগ্য সম্পদের মালিক হলে এবং এই সম্পদ এক বছরকাল স্থায়ী থাকলে তার জন্য যাকাত আদায় করা ফরয।
সভায় উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মাওলানা হামিদুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ, মুফতি সামসুর রহমান, মাওলানা নাজির উদ্দীন, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি কামরুল আনওয়ান নাঈম, মুফতি আব্দুর রহীম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা আরিফুল্লাহ আলমগীর, মুফতি উবায়দুল্লাহ শাকির, মুফতি আব্দুল্লাহ, মুফতি আনওয়ারুল ইসলামসহ জেলা ফতোয়া বোর্ড ও ইমাম পরিষদের নেতৃবৃন্দ।