নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের এইচএমএম রোড থেকে মঙ্গলবার ২টি বার্মিজ চাকুসহ দুই যুবককে পুুলিশ আটক করেছে। আটকরা হলেন, পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার মীর বাকের আলীর ছেলে রাশেদুল ইসলাম মাসুম (৩৬) ও লিচুবাগান এলাকার মৃত নুর ইসলামের ছেলে বাবু সরদার (২৬)।
সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই জসিম উদ্দিন জানান, সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এইচএমএম রোডের আবাসিক হোটেল সোনালীর সামনে চাকুসহ দুই যুবক অবস্থান করছেন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম মাসুম ও বাবু সরদার নামে দুই যুবককে আটক করেন তিনি। পরে তাদের কাছ থেকে ২টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।