নিজস্ব প্রতিবেদক
যশোরে ৩০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যায় শহরের রেলবাজার এলাকার মোবাইল সার্ভিসিং সেন্টারের সামনে থেকে ওমর ফারুক (১৯) নামের ওই যুবককে আটক করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।
অভিযানটি পরিচালনা করেন ডিবির এসআই মো. কামরুজ্জামান ও এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম।
ওমর ফারুক বেনাপোল পোর্ট থানার বলফিল্ড আমতলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।