নিজস্ব প্রতিবেদক
স্বাক্ষীরা আদালতে স্বাক্ষ্য না দেয়ায় যশোরে পুলিশের দায়ের করা ৩৪ ধারার মামলা থেকে বেকসুর খালাস পেলেন তিন আসামি। সাড়ে ৫ বছর পরে গত ১৮ মার্চ যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা এই রায় দিয়েছেন।
খালাসপ্রাপ্তরা হলেন, যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার আকবর শেখের ছেলে আকাশ (২০), মৃত আবুর ছেলে বাপ্পি (১৮) ও ঘোপ জেল রোডের মৃত নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২১)।
মামলার বিবরণে জানা গেছে, যশোর কোতোয়ালি মডেল থানার তৎকালীন এসআই ইকবাল মাহমুদের নেতৃত্বে একটি টিম ২০১৮ সালের ২৭ আগস্ট দুপুর দেড়টার দিকে মাদকদ্রব্য উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে শহরে টহল অভিযান শুরু করেন। শহরের শংকরপুর রামকৃষ্ণ আশ্রমের সামনে ওই তিনজন নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিক আচরণ করছে। এসময় তাদের তিনজনকে হেফাজতে নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরপর তাদের বিরুদ্ধে প্রকাশ্যে আদালতে বিচারের জন্য পুলিশ আইনের ৩৪ ধারায় মামলা দেয়া হয়। ওই মামলার ঘটনার স্বাক্ষী হিসেবে একই থানার এএসআই বিপ্লব হোসেন, এএসআই এসএম ফুরকান ও কনস্টেবল সোহেল রানার নাম লেখা হয়। দীর্ঘ সাড়ে ৫ বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকলেও এক মাত্র বাদী এসআই ইকবাল মাহমুদ ছাড়া অন্য কোন স্বাক্ষী স্বাক্ষ্য দিতে আসেনি। ফলে এই মামলায় বিচারক সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।