নিজস্ব প্রতিবেদক: যশোরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা শুরু হয়েছে। শনিবার বিকেলে শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে ইনিস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে ৫ দিনব্যাপী এ বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। মেলা ঘুরে দেখার সময় জেলা প্রশাসক নিজেই একটি বই কিনে উপহার হিসেবে দেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলার পরিচালকরা জানান, দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে এ ভ্রাম্যমাণ বই মেলার আয়োজন করা হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন লেখকদের উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণকাহিনী, কবিতার বই, প্রবন্ধ, নাটক, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন ও অনুবাদসহ সব ধরনের প্রায় সাড়ে দশ হাজার বই রয়েছে এই মেলায়। যদি কেউ বই কিনতে না পারে তাহলে বসে বই পড়ার ব্যবস্থাও আছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশিত বইগুলো ৩০% কমিশনে বিক্রি করা হচ্ছে।
মেলার ইনচার্জ দেবজীৎ মন্ডল জনান, ১৯ থেকে ২৩ মার্চ প্রতিদিন মেলা চলবে বিকেল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় দেশ-বিদেশের ১৭০টি প্রকাশনীর সাড়ে দশ হাজারেরও বেশি বই রয়েছে। ৪০ দিনব্যাপী এই ভ্রাম্যমাণ মেলা শুরু হয়েছে ময়মনসিংহ থেকে। যশোর সদরের পর আগামী ২৫ থেকে ২৮ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ৩০ মার্চ থেকে ২ এপ্রিল কেশবপুর এবং ৪ থেকে ৭ এপ্রিল অভয়নগরে এই ভ্রাম্যমাণ মেলা শেষ করে খুলনা যাবে।