নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুর থেকে ৮টি ধারালো অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ।
আটকরা হলেন, শংকরপুরের তোতা মিয়া ওরফে মেজোর ছেলে আকাশ (২৪), আলতাফ হোসেন আলতুর ছেলে অনিক ওরফে অনি (২৩), আকরাম মোল্লার ছেলে রিয়াজ (১৯) ও সোলেমানের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।
ডিবি পুলিশ জানায়, গত রোববার রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহীনুর রহমানের নেতৃত্বে একটি টিম শংকরপুর কবরস্থান রোডে সন্ত্রাসী অনির বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে সন্ত্রাসী অনিসহ আকাশ, রিয়াজ ও জাহিদুলকে আটক করে ডিবি পুলিশ। পরে অনির ঘরে তল্লাশি চালিয়ে ১টি তলোয়ার, ১টি হাসুয়া, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি, ৩টি বার্মিজ চাকু ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।