নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার গোবিলা গ্রামের শিমুল হোসেন হত্যা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। মাদক সেবনে বাধা দেয়াসহ পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার মামলাটি তদন্ত শেষে দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। একই সাথে আরো চারজনকে এই মামলায় অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক মীর রেজাউল হোসেন।
অভিযুক্তরা হলো, মৃত জামির আলী বিশ্বাসের ছেলে বুলবুল হোসেন ও মৃত হযরত আলী গাজীর ছেলে নাঈম হোসেন।
মামলার তদন্তে জানা গেছে, অভিযুক্ত দুই আসামি মাদক সেবী। তারা এলাকায় মাদক সেবন ও বিক্রি করতো। গত বছরের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে হেডলাইট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল আসামি বুলবুল হোসেন। এসময় মোটরসাইকেলটি একই গ্রামের শিমুল হোসেনকে ধাক্কা দেয়। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে বুলবুল হোসেন ও নাঈম হোসেনসহ কয়েকজনে এসে শিমুলকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী নাছরিন আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি প্রথমে থানা এবং পরে পিবিআই তদন্ত শুরু করে। তদন্ত কর্মকর্তা বুলবুল হোসেন ও নাঈমকে আটকের পর আদালতে সোপর্দ করা হলে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তদন্ত শেষে ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়েছে।