নিজস্ব প্রতিবেদক :
ইতিপূর্বে দলের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিস্কৃত যশোর জেলার জাতীয় পার্টির (জাপা) সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুফতি নূরুল আমিনকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। দলটির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের তাকে বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন। এ তালিকায় অন্য জেলার আরো পাঁচজন রয়েছে।
বুধবার জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যশোর জেলার জাতীয় পার্টির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুফতি নূরুল আমিনের বহিস্কার আদেশ প্রত্যাহার হওয়াতে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য গত ২০২১ সালের ১৯ সেপ্টম্বর দলকে না জানিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় মুফতি নুরুল আমিনকে বহিষ্কার করে জাতীয় পার্টি (জাপা)।