নিজস্ব প্রতিবেদক
যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা পরিষদে নবনির্বাচিতরা গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন। তবে সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু সোমবার মধ্যরাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তিনি শপথ নিতে পারেননি। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) তে চিকিৎসাধীন রয়েছেন। তার শপথ অনুষ্ঠান পরে হবে বলে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যশোর সদর, অভয়নগর, বাঘারপাড়া ছাড়াও খুলনা ও সাতক্ষীরার উপজেলা পরিষদে নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান ও মহিলা ভাইচ চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর নাহার ঝুমুর শপথ গ্রহণ করেন। এছাড়াও অভয়নগর উপজেলা পরিষদে নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যন আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সাফিয়া খানম এবং বাঘারপাড়া উপজেলা পরিষদে নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আশরাফুল কবির (ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী), ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা জামান শপথ গ্রহণ করেন। তাদেরকে শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ।
শপথ অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ সাংবাদিকদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেধা শ্রম, সততা ও নিষ্ঠার সাথে সোনার বাংলাদেশ গড়ার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সততা এবং নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতা বজায় রেখে জনগনের আস্থা অর্জন করতে সকল উপজেলা চেয়ারম্যানদের প্রতি তিনি আহ্বান জানান।
সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল জানান, চেয়ারম্যন তৌহিদ চাকলাদার ফন্টু শারীরিক অসুস্থতার কারণে তার প্রতিনিধি বিষয়টি বিভাগীয় কমিশনার বরাবর লিখিতভাবে জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার বিষয়টি আমলে নিয়ে তার শপথ গ্রহণ পরবর্তী দিন ধার্য্য করা হবে বলে জানানো হয়েছে।
নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যন তৌহিদ চাকলাদার ফন্টু’র বিষয়ে জানতে মঙ্গলবার বিকেলে হাসপাতালের এইচডিইউতে গেলে পৌর আওয়ামী লীগের নেতা এসএম ইউসুফ শাহিদ বলেন, সোমবার মধ্যরাতে হজমজনিত সমস্যার কারণে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব হয়। তখন তার পরিবারের লোকজন জানতে পেরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার সকালে তাকে হাসপাতালের এইচডিইউ’তে হস্তান্তর করা হয়।
এবিষয়ে হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ’র ইনচার্জ ডা. আশরাফুজ্জামান জানান, তাকে নিবিড় পর্যাবেক্ষণে রাখা হয়েছে। তার পরীক্ষা নীরিক্ষার রিপোর্টে বদহজমের বিষয়টি সামনে এসেছে। তারপরও আগামীকাল (আজ) আরো কিছু পরীক্ষা নীরিক্ষা শেষে শারীরিক অবস্থা নিশ্চিত করে বলা যাবে।