নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ভোলা ট্যাংক নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহিদুল ইসলাম (৭৭) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহে..রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি এক সময় যশোরের প্রথম শ্রেণির ঠিকাদার ছিলেন। তার এক পুত্র কবির হোসেন পলাশ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। শহরের জজকোর্ট মোড়ে সন্ত্রাসীদের গুলিতে পলাশ নিহত হন। মহিদুল ইসলাম দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুনের শ্বশুর। তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক কল্যাণে কর্মরতরা।
বাদ মাগরিব যশোর ঈদগাহে মরহুমের জানাজা নামাজ শেষে শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে প্রেসক্লাব যশোর। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান এক বিবৃতিতে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা কমিটির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, আনিছুর রহমান মুকুল, বিএনপি নেতা মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা প্রমুখ।
এদিকে, ছাত্রদল যশোর জেলা শাখার সাবেক সহ-সভাপতি ছাত্রনেতা কবির হোসেন পলাশের পিতা মহিদুল ইসলামের মৃত্যুতে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য স্বাক্ষরিত শোক বিবৃতিতে সাবেক সহযোদ্ধার পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানসহ সংগঠনটির নেতৃবৃন্দ।