নিজস্ব প্রতিবেদক
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য উৎপাদনের অভিযোগে যশোরের শুভ ফুডস নামে একটি বেকারী প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টকা জরিমানা করেছে বিএসটিআই। বৃহস্পতিবার দুপুরে শহরের এইচএমএম রোডে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। তিনি জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগ ছিলো। অভিযানে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির বিএসটিআই সনদ না থাকা সত্ত্বেও তারা বিএসটিআই লোগো ব্যবহার করেছে। পাশাপাশি কারখানার পরিবেশও অস্বাস্থ্যকর। এখানে উৎপাদিত খাবারগুলো প্রাপ্ত বয়স্ক মানুষের পাশাপাশি শিশুরাও খেয়ে থাকে। এই খাবার খেলে বড় ধরণের স্বাস্থ্যঝুকি হতে পারে বলেও জানান তিনি। অভিযানে উপস্থিত ছিলেন, বিএসটিআই যশোরের ফিল্ড অফিসার শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।