নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন যশোরের কৃতি সন্তান কবি রেজাউদ্দিন স্টালিন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। সকালেই মন্ত্রণালয় গিয়ে যোগদান সম্পন্ন করেন তিনি।
কবি রেজাউদ্দিন স্টালিন দীর্ঘদিন ধরে বাংলাদেশের আধুনিক কবিতার ধারাকে সমৃদ্ধ করে আসছেন। আশির দশকে তিনি জাতীয় কবিতা পরিষদের সদস্য‐সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০২২ সালে ইউক্রেনের নিকোলাই গোগোল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ট্রায়াম্ফ অর্জন করেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৪৫ টি।
১৯৬২ সালের ২২ নভেম্বর ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে জন্মগ্রহণকারী রেজাউদ্দিন স্টালিন ছোটবেলা থেকেই সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত। যশোর এম এম কলেজে অর্থনীতিতে সম্মান পাস করে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এমএ সম্পন্ন করেন।
তার শিকড় যশোরে হলেও তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সমানভাবে খ্যাতি অর্জন করেছেন।
যশোরের কবি আজীজুল হকের সংস্পর্শে এসে যশোর সাহিত্য পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা রাখেন কবি রেজাউদ্দিন স্টালিন।